সিলেট মহানগরীর মেসার্স এবিএম ওয়াটার কোম্পানির কর্ণধার, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য এ কে এম আতাউল করিম পঞ্চমবার সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মানিত হওয়ায় সিলেট চেম্বারের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
সিলেট চেম্বার পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহসভাপতি মো আতিক হোসেন এই অভিনন্দন জানান।
একই সঙ্গে তারা সিলেট চেম্বারের সদস্য রাখাল দে সর্বোচ্চ করদাতা, মহানগরীর তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে সিলেট চেম্বারের সদস্য মুহাম্মদ শাহ আলম, জেলার সেরা করদাতা হিসেবে সিলেট চেম্বারের সদস্য মো আবুল কালাম ও মোহাম্মদ আবু তাহের এবং মহিলা সর্বোচ্চ করদাতা হিসেবে আফছানা আক্তার জাতীয় রাজস্ব বোর্ড থেকে সম্মানিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন।
সিলেট চেম্বার নেতৃবৃন্দ তাদের সার্বিক সফলতাও কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply