নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার সাতমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রবিবার দুপুরে ট্রাক, মোটর সাইকেল ও দুটি বাসের মধ্যে চতুর্মুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালাবাজার খাজাখালু গ্রামের আশরাফ আলীর ছেলে মাহবুবুল হোসেন ও জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি এলাকার অমল পাত্রের ছেলে কাজল পাত্র। মাহবুব হোসেন মোটর সাইকেল আরোহী ও কাজল পাত্র বাসযাত্রী ছিলেন।
পুলিশ জানায়, আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply