নিজস্ব প্রতিবেদক : সিলেটের রাজনীতির আকাশ থেকে আরও একটি নক্ষত্র খসে পড়লো। না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলী। কালব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে রাজপথের লড়াকু নেতা শেষপর্যন্ত বিদায় নিলেন।
রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিলেটে নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে কমরেড আফরোজ আলী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৭০বছর। তিনি স্ত্রী, একছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সোমবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলায় কমরেড আফরোজ আলীর জানাজা অনুষ্ঠিত হবে।
আজীবন সংগ্রামী কমরেড আফরোজ আলী উপজেলার খাশিকাপন গ্রামে পারিবারিক কবরস্থানে শেষশয্যায় শায়িত হবেন।
কমরেড আফরোজ আলীর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply