সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নানা কারণে সিলেটের ব্যবসায়ীরা সমস্যাগ্রস্ত। দিনের পর দিন এসব সমস্যা জিইয়ে রাখা হয়েছে। সমাধানের যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। অথচ সিটি করপোরেশন এলাকায় ব্যবসাবান্ধব একটি পরিবেশ সৃষ্টি খুব জরুরি। তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণের পাশাপাশি ব্যবসার পরিবেশ আরও উন্নত করতে কাজ করবেন।
বৃহস্পতিবার, ১৮ মে রাতে মহানগরীর ধোপাদিঘিরপারে হাফিজ কমপ্লেক্সে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘কেমন হবে আগামীর ব্যবসা-বান্ধব সিলেট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ব্যবসায়ীরা বেকারত্ব দূর করার পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করেন। আইনের ভেতরে থেকে তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশ এগিয়ে যাবে।
তিনি ব্যবসায়ীদের বক্তব্য শুনেন এবং নির্বাচিত হলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে ব্যবসায়ীদের যাবতীয় চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আলীমুল এহছান চৌধুরী, সাবেক সহসভাপতি মো এমদাদ হোসেন, বৃহত্তর স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুকির হোসেন চৌধুরী, মধুবন মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, ব্রহ্মময়ীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান, এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রাখাল দে, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো আজিজুল করিম, জাতীয় মহিলা সংস্থা সিলেট শাখার চেয়ারম্যান হেলেন আহমদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট নার্সারি মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সিলেট চেম্বার সদস্য জহির হোসেন প্রমুখ।
Leave a Reply