সিলেটের বিয়ানীবাজার উপজেলার দত্তগ্রাম চক গ্রামের জমসেদ আলীর ছেলে পাহারাদার ফইজুর রহমানকে (৩৭) দুই সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।
২৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে প্রতিদিনের ন্যায় তিনি তার কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে যান; কিন্তু রাতে বাড়িতে না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোনের সুইচ বন্ধ দেখায়। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
ফইজুর রহমান পার্শ্ববর্তী পূর্বপাড়ায় অবস্থিত সাকেরা এগ্রো লি প্রজেক্টের পাহারাদার হিসাবে কাজ করছিলেন।
ফইজুর রহমানের নিখোঁজের ব্যাপারে তার বড় ভাই মো মইয়ব আলী ২৮ সেপ্টম্বর বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এছাড়া নিখোঁজ ব্যক্তির চাচাতো ভাই ফখরুল ইসলাম ১ অক্টোবর সিলেটে র্যাব-৯ সদর দফতরে একটি অভিযোগ দাখিল করেন।
Leave a Reply