নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব ৯ সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৫৬৫ বোতল বিদেশী মদ ও ১ হাজার ১৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান পরিচালনা করে ৪০৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ সদর উপজেলার বনানীপাড়া এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে আব্দুল করিমকে (৫৭) গ্রেফতার করে।
একইদিন র্যাব-৯, সদর ক্যাম্প সিলেটের একটি আভিযানিক দল জেলার কানাইঘাট উপজেলা থেকে ৯২০ বোতল ও জৈন্তাপুর উপজেলা থেকে ১৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
এছাড়া সিলেট সদর ক্যাম্পের আভিযানিক দলের অভিযানে সিলেট কোতয়ালি থানা এলাকা থেকে ১৫২ পিস ইয়াবা উদ্ধার ও সিলেটের জকিগঞ্জ উপজেলার লোহারমহল এলাকার মৃত ইশায়েদ আলীর ছেলে আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়।
এর আগেরদিন বুধবার এক অভিযানে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ৫০ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
একই দিন র্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় ৮৬৫ পিস ইয়াবাসহ উপজেলা বেংগাডুবা এলাকার মৃত ফজর আলীর ছেলে মো সোহেলকে গ্রেফতার করা হয়।
Leave a Reply