চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মহান চা শ্রমিক দিবসের ৯৯তম বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে লাক্কাতুরা, মালনীছড়া, লালাখাল, বরজান, ছড়াগাং, গুলনি, খানবাগান, হাবিবনগর, মনিপুর, লস্করপুর, লালচাঁন ও বরমচাল সহ বিভিন্ন চা বাগানে ছাত্র-যুবকরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক সঞ্জয় কান্ত দাস, যতীন সিং, সজল গোয়ালা, নেপাল ছত্রী, রনি ঘোষ, উজ্জ্বল বুনার্জী ও শিপু বাউরী।
Leave a Reply