নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন ও জৈন্তাপুর ইউনিয়ন এবং গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন।
বুধবার বিকেলে এই ত্রাণ বিতরণকালে তার সঙ্গে ছিলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, কামরুল হাসান, এনডিসি, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ডিআরআরও।
Leave a Reply