নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ বন্যা কবলিত সিলেটের বিভিন্ন উপজেলায় জেলা পুলিশ রান্নাকরা খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে খাবার ও অন্যান্য ত্রাণসামত্রী পৌঁছে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন সালেহর নেতৃত্বে গোয়াইনাঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী ও পুলিশ পরিদর্শক শ্যামল বনিক একাধিক দলে বিভক্ত হয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৬০০ বানভাসির মানুষের মধ্যে রান্নাকরা খিচুড়ি বিতরণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো লুৎফর রহমানের নেতৃত্বে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও জেলা গোয়েন্দা শাখার (উত্তর) অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ চৌধুরীর সমন্বয়ে একটি দল জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ বন্যার্তের মধ্যে রান্নাকরা খিচুড়ি বিতরণ করে।
এসব আশ্রয়কেন্দ্রে দীর্ঘ সময় অনাহারে অর্ধাহারে থাকা নারী-পুরুষ-শিশুরা জেলা পুলিশের পক্ষ হতে রান্না করা খাবার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে।
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রফিকুল ইসলামের নেতৃত্বে ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত লোকজনের মধ্যে রান্নাকরা খিচুড়ি বিতরণ করা হয়।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের নেতৃত্বে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়সহ একটি দল বিয়ানীবাজার উপজেলায় প্রায় ১০০ জন বানভাসি মানুষের মধ্যে খিচুড়ি এবং ২০০ মানুষের মধ্যে চাল, ডাল ও বিশুদ্ধ পানি বিতরণ করে।
গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদারের নেতৃত্বে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরীর সমন্বয়ে একটি দল উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৩০০ বন্যার্তের মধ্যে রান্নাকরা খিচুড়ি বিতরণ করে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো তাজুল ইসলাম পিপিএম-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ২৫০ বানভাসি মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় প্রায় ২০০ বানভাসি মানুষের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি ও চাল বিতরণ করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে থানার অফিসার ফোর্সসহ একাধিক দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply