ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থা-ডিএসএ বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদকে বিদায় সংবর্ধনা দিয়েছে।
রবিবার রাতে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএসএ সভাপতি জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও পুলিশ সুপার মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ডিএসএ সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ।
Leave a Reply