আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের এক মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়ায় অধ্যাপক দিবাকর তালুকদারের বাসভবনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বেণু ভূষণ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চালিবন্দর উমেশ চন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থী তাপসী রাণী তালুকদার, এ্যাপেক্সিয়ান জি ডি রুমু, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, অধ্যাপক দিবাকর তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী নন্দলাল গোপ, শিক্ষক প্রিয়তোষ ধর, স্বাস্থ্য কর্মকর্তা অরবিন্দু দাস বিভু, সমরেন্দ্র কুমার রায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সৌরভ ব্রত দাস প্রমুখ।
আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পরবর্তী সভা ২৪ আগস্ট রাত ৮টায় মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হবে।
এদিকে সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানমালা ৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টা থেকে মণিপুরী রাজবাড়ী শ্রীহট্ট লোকনাথ বাবার মন্দিরে অনুষ্ঠিত হবে।
Leave a Reply