নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি কোয়ারিতে পাথরের গর্ত ধসে ৩ শ্রমিক মারা গেছে।
শুক্রবার রাত আড়াইটার দিকে বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন একটি গর্ত থেকে পাথর উত্তোলনের সময় হঠাৎ করে গর্তটি ধসে পড়ে। এতে ঐ শ্রমিকরা মারা যায়। নিহত শ্রমিকরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার গুলেরগাঁও গ্রামের জাকির হোসেন ও তোলা মিয়া এবং নেত্রকোনার কালিয়াজুড়ি উপজেলার চাঁনপুর গ্রামের পরিমল সরকার। মরদেহগুলো ঘটনার পরপর গোপনে নিহত শ্রমিকদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাউদ্দিন বিছনাকান্দিতে পাথরের গর্ত ধসে ৩ শ্রমিকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৩শে জানুয়ারি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারি এলাকায় মটিয়া টিলা ধসে ৫ পাথর শ্রমিক নিহত হয়।
Leave a Reply