নিজস্ব প্রতিবেদক : সিলেটের বাজারে সবজির দাম হু হু করে বেড়েই চলেছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এক দিনের ব্যবধানে দাম কেজি প্রতি ৫০ টাকা বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
শুক্রবার সকালে মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবখানেই প্রতি কেজি কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৮০ টাকা, মূলা ৬০ টাকা, বেগুন ৭০ টাকা থেকে ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, টমেটো ৮০ টাকা থেকে ১০০ টাকা, কাকরুল ৬০ টাকা, সিম ১৮০ টাকা থেকে ২০০ টাকা ও গাজর ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।
তবে কপি, পটল ও কচুর মুকির দাম তেমন বাড়েনি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
অন্যদিকে ভ্যান দিয়ে সবজি বিক্রেতারা এসব পণ্যের বাজার দরের সাথে আরো ১০/২০ টাকা যুক্ত করে বাসা-বাড়িয়ে গিয়ে বিক্রি করছে।
Leave a Reply