নিজস্ব প্রতিবেদক : দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, পবিত্র রমজান মাসে সিলেটের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও কেনাবেচা স্বাভাবিক। এছাড়া মূল্যও স্থিতিশীল রয়েছে।
এই সময়ে বাজারমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতৃবৃন্দ শনিবার মহানগরীর লালদিঘিরপাড়, কালিঘাট, আমজাদ আলী রোড, চাউল বাজার, লালবাজার ও বন্দরবাজার পরিদর্শন করেন।
এ সময় সিলেট চেম্বার সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ পবিত্র রমজান মাসে ভোক্তা সাধারণকে ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহের জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
তিনি প্রয়োজনের অতিরিক্ত পণ্য মজুদ না করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ রাখেন।
ব্যবসায়ীগণ জানান, বাজারে পণ্য সরবরাহ ও কেনাবেচা স্বাভাবিক আছে এবং বাজারমূল্য স্থিতিশীল রয়েছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক আবু তাহের মো শোয়েব, মো আব্দুস সামাদ, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, কাজী মো মোস্তাফিজুর রহমান, সরোয়ার হোসেন ছেদু ও বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply