নিজস্ব প্রতিবেদক : সিলেটের বন্যার্তদের সহায়তায় প্রবাসীরা এগিয়ে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে কেউ কেউ পাঠিয়েছেন নগদ অর্থ। গড়ে তুলেছেন আশ্রয়কেন্দ্র। আরো অনেকে এগিয়ে আসছেন বলেও জানা গেছে।
গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের মুহিবুর রহমান ও অব্দুল গণি এবং কালিজুড়ি গ্রামের মুজিবুর রহমান এলাকায় বন্যার খবর পেয়েই ৩ লাখ ২০ হাজার টাকা পাঠিয়ে দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালের কাছে। এই অর্থ ইতোমধ্যে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়ে গেছে।
এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের চণ্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বানভাসি মানুষের জন্যে আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছেন এলাকার দুই প্রবাসী। একজন শাহজাহান শাহ-থাকেন যুক্তরাজ্যে। অন্যজন জাহেদ আহমদ চৌধুরী-বসবাস যুক্তরাষ্ট্রে। তবে দুজনেই দেশে আসা-যাওয়া করেন।
সোমবার থেকে এই আশ্রয়কেন্দ্রটি চলছে। এতে আশ্রয় নিয়েছেন ১৭৫ জন বানভাসি মানুষ। প্রতিদিন সবাইকে দুবেলা খাদ্য সামগ্রী দেয়া হয়। কখনো শুকনো খাবার, কখনো ভুনা খিচুরি আবার কখনো আখনি কিংবা বিরিয়ানি। উদ্যোক্তা শাহজাহান শাহ নিজে এই কর্মযজ্ঞ তদারকি করেন।
শাহজাহান শাহ জানালেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অনুপ্রেরণায়ই তারা এ উদ্যোগটি নিয়েছেন। আশ্রয়কেন্দ্রের আশ্রিতরা তাদের ঘরে না ফেরা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকার কিছু যুবক তাদেরকে সব ধরনের সহযোগিতা দিচ্ছেন।
Leave a Reply