নিজস্ব প্রতিবেদক : সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণসহায়তা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের একটি ত্রাণ দল সিলেট এসেছে।
রবিবার সিলেট পৌঁছেই দলটি মহানগরীর বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ শুরু করে।
বিকেল থেকে রাত পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী হিসেবে নানা ধরনের শুকনো খাবার, মিনারেল ওয়াটার, মোমবাতি, দিয়াশলাই ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার ত্রাণ দলের সার্বিক তত্ত্বাবধান করছেন। অন্যদের মধ্যে দলে আছেন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম বাধন, ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, সহসম্পাদক সাইফুল ইসলাম রাজন, সাইফুর রহমান ও সদস্য আলী হোসেন আলম।
ইমরান জমাদ্দার জানান, আগামী কয়েকদিন তারা এই কার্যক্রম চালাবেন। সোমবার যাবেন প্রত্যন্ত এলাকায়। আশ্রয়কেন্দ্রগুলোতেও ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন।
অন্যান্য বন্যাকবলিত জেলাও বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ কার্যক্রম চলছে।
ত্রাণসামগ্রী নিতে আগ্রহীদেরকে ০১৭৩৪৯৭৩৯৮৮ নম্বরে ইমরান জমাদ্দারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply