নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এবং সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
বুধবার বিকেল সাড়ে ৩টায় মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে সিলেটের এই প্রবীণ রাজনীতিবিদ শেষনিশ্বাস ত্যাগ করে।
দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন আ ন ম শফিকুল হক। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে নেয়া হবে। বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগায় নামাজে জানাজা শেষে তাকে বিশ্বনাথ উপজেলায় গ্রামের বাড়িতে সমাহিত করা হবে।
আ ন ম শফিকুল হক রাজনীতির বাইরেও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
Leave a Reply