সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ৩ দিনব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণ কর্মশালা শনিবার শেষ হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার। এ সময় তিনি বলেন, সিলেটের পর্যটন সম্ভাবনায় তরুণরা বিশেষ অবদান রাখতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি হুমায়ূন কবির লিটনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির। আলোচনা করেন জার্নি প্লাস বাংলাদেশের সিইও তৌফিক রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা হুসাইন আহমদ ও মো জাহিদ হোসেন।
কর্মশালায় সিলেট ট্যুরিস্ট ক্লাব, ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজ ও শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির প্রায় অর্ধশত সদস্য অংশ নেন।
Leave a Reply