নিজস্ব প্রতিবেদক : সিলেটের নিবেদিত প্রাণ শিশু সংগঠক ছড়াকার সবার প্রিয় ‘তাজুল ভাই’ তাজুল ইসলাম বাঙালি আর নেই।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। শুক্রবার বাদ জুমা বরইকান্দি শাহী ঈদগায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এরআগে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে তাজুল ইসলাম বাঙালির প্রতি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
তাজুল ইসলাম বাঙালি মা, এক ভাই, তিন বোন, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন।
তাজুল ইসলাম বাঙালি খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছড়ামঞ্চ সিলেটের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
Leave a Reply