সিলেট জেলার নতুন পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএম (বার) পবিত্র মাজার জিয়ারত করে কর্মকাল শুরু করলেন।
বুধবার দায়িত্ব গ্রহণের পর তিনি আধ্যত্মিক-পর্যটন নগরী সিলেট মহানগরীতে হজরত শাহজালাল (র), হজরত শাহপরান (র) ও গাজী বোরহান উদ্দিন (র) মাজার জিয়ারত করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
এর আগে এসপি আব্দুল মান্নান, বিপিএম (বার) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পিপিএম (সেবা) নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
আব্দুল মান্নান, বিপিএম (বার) সিলেট আসার আগে কুমিল্লা জেলার পুলিশ সুপার ও ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তথ্য বিবরণী
Leave a Reply