নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। হতাহতরা বিশ্ব ইজতেমা থেকে ফিরছিলেন।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল নামক স্থানে গাজীপুর থেকে সুনামগঞ্জমুখী একটি বাসের সাথে শেরপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসযাত্রীদের মধ্যে তিন জন ঘটনাস্থলে এবং একজন ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পর মারা যান।
নিহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামরে আবু বক্কর, আকবর আলী ও আব্দুল জফুর এবং কাঠইরের আব্দুল খালেক ।
আহতদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply