নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি আশানুরূপ ছিলনা।
ভোটারদের রায়ে ৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদেই এসেছে নতুন। আবার ২ উপজেলায় বর্তমান চেয়ারম্যান পরাজিত হয়েছেন। দুজনই আওয়ামী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। নির্বাচিত তিন জনের মধ্যেও দুজন প্রভাবশালী নেতা একই দলের। অন্যজন বহিষ্কৃত বিএনপি নেতা।
চেয়ারম্যান পদে জৈন্তাপুর উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা আব্দুল গফফার চৌধুরীর প্রাপ্ত ভোট ২৩ হাজার ৯৫৬টি। বর্তমান চেয়ারম্যান কামাল আহমদ মনোনয়নপত্র দাখিল করলেও শেষমেষ নির্বাচন থেকে সরে দাড়ান।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে প্রায় ৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭১৮ ভোট।
গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন। তিনি ৪৫ হাজার ৯৬ ভোট পেয়ে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক আহমদকে প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। আর নারী ভাইস চেয়ানম্যান পদে সাবেক নারী ভাইস চেয়ানম্যান খোদেজা রহিম পলি নির্বাচিত হয়েছেন।
Leave a Reply