র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন মাখরখলা গ্রামে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রুপের প্রধান সুজন মিয়াকে আটক করেছে।
সুজন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মামলা ও ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে র্যাব জানিয়েছে। তার
বাবার নাম সুন্দর আলী, গ্রাম মাখরখলা।
র্যাব আরো জানায়, সুজন মিয়ার নেতৃত্বে তার গ্রুপ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, ছিনতাই, খুন, নারী নিযার্তন, মারামারি ও পুলিশ এ্যাসল্ট সহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
সুজন মিয়াকে গ্রেফতার করার সময় তার সশস্ত্র সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তাদের একজনের দায়ের কোপে আহত র্যাব সদস্য সার্জেন্ট তপু রায়হান বর্তমান সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় একাধিক র্যাব সদস্য সহ সুজন মিয়াও আহত হয়। আহত অন্য র্যাব সদস্যদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
Leave a Reply