নিজস্ব প্রতিবেদক : সিলেটের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক, দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুর আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে মহানগরীর কানিশাইল এলাকার মজুমদার পাড়ায় নিজের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর। ইকবাল মনসুর দীর্ঘদিন থেকে লিভার সিরোসিসে ভুগছিলেন। চিকিৎসার জন্যে তাকে ভারতেও নেয়া হয়েছিল।
ইকবাল মনসুর মা, এক মেয়ে ও তিন বোন সহ অংসখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালের খবর প্রচারিত হওয়ামাত্র সিলেটের সকল মহলে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মতো দেখতে বাসায় ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
বিকেল সাড়ে ৩টার দিকে ইকবাল মনসুরের মরদেহ নেয়া হয় মিরাবাজারে তার শেষ কর্মস্থল দৈনিক শ্যামল সিলেট কার্যালয়ে। এরপর জেলা প্রেসক্লাবে। তবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুবিধার্থে মরদেহ রাখা হয় পার্শ্ববর্তী জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে শত শত শুভাকাঙ্ক্ষী অকাল প্রয়াত এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব ফাউন্ডেশন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বিভাগীয় কমিটি, সিলেট রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন, এটিএন বাংলা, সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। তিনি প্রয়াত সাংবাদিক ইকবাল মনসুরের জন্য দোয়া এবং তার ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।
ফটোসাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিল ফয়সল।
বাদ আসর ভাতালিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে ইকবাল মনসুরকে ভাতালিয়া গোরস্থানে সমাহিত করা হয়।
Leave a Reply