নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযুদ্ধের ফটো গ্যালারি ও ফ্র্রন্ট ডেস্ক স্থাপন এবং পাঠাগার পুনস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম এগুলোর উদ্বোধন করেন।
এর আগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো রাহাত আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে সেবা নিতে আসা মানুষ উপকৃত হবেন।
জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার জানান, প্রতিদিন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জেলা প্রশাসনে বিভিন্ন সেবা নিতে আসাযাওয়া করেন। তারা যাতে মহান মুক্তিযুদ্ধের ছবি দেখে অনুপ্রাণিত হন সে লক্ষ্যেই ফটো গ্যালারি স্থাপন করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সেবা নিতে আসা লোকজন পড়াশোনা করতে পারবেন পাঠাগারে। আর ফ্রন্ট ডেস্ক থেকে যে কেউ যেকোন তথ্য খুব সহজেই জেনে নিতে পারবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ইরেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু ও অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার।
এছাড়াও স্থানীয় সরকার উপ পরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সৈয়দ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা হাকিম আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply