ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এ দল ও আয়ারল্যান্ড এ দলের চার দিনের সিরিজের শুরুতেই স্বাগতিকদের সামনে বেশ বড় রান সংখ্যা দাঁড় করিয়ে দিয়েছে সফরকারীরা। তবে টাইগারদের শুরুটাও একেবারে মন্দ হয়নি। আশা জাগানিয়া বলা যেতে পারে।
বুধবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে দিন শেষ করতে না পারলেও সিমি সিংয়ের সেঞ্চুরি আর ম্যাক্রাইনের হাফ সেঞ্চুরির সুবাদে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৫ রান। বাংলাদেশের পক্ষে উইকেট নেন এবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বী ও জুবায়ের হোসেন। প্রত্যেকের হাতে ২ জন করে সফরকারী ধরা খান।
বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান; কিন্তু এর মধ্যেই জাকির হোসেনকে ব্যাট হাতে মাঠ ছাড়তে হয়। তবে অধিনায়ক নাইমুল হাসান শান্ত ও সাদমান ইসলাম অপরাজিত থেকেই দিন শেষে মাঠ ত্যাগ করেন।
Leave a Reply