নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত বিশিষ্ট অর্থনীতিবিদ ড এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সিলেটের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও অগ্রগতি নিয়ে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে তিনি এই মতবিনিময় করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শিক্ষা বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ এপতার হোসেন পিয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফছর আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে সিলেটের উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ড এ কে আব্দুল মোমেন সিলেটের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে নিজের প্রচেষ্টা ও উদ্যোগের বিষয়টি খোলামেলাভাবে তুলে ধরেন।
তিনি ডিজিটাল সিলেট সিটি গড়ে তোলা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, হাইটেক পার্ক নির্মাণ, মহানগরীর ছড়া-খাল উদ্ধার ও সংরক্ষণ, সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলার উন্নয়ন সহ সিলেটের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা ও নিজের পরিকল্পনধীন বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
ড এ কে আব্দুল মোমেন সিলেট মহানগরীকে কেন্দ্র করে যানজট নিরসনে দুইটি রিংরোড স্থাপনে নিজের পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, আগেও অনেক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে; কিন্তু কাজ হয়নি খুব বেশি। সরকারের উন্নয়ন প্রকল্প সমূহের যথাযথ বাস্তবায়ন ও তদারকি হলে দেশের উন্নয়ন টেকসই হবে।
ড এ কে আব্দুল মোমেন সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply