করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর স্বনামধন্য প্রতিষ্ঠান স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস-এসআইএন্ডটি এরিয়া সদর দফতর সিলেটের উদ্যোগে মঙ্গলবার জালালাবাদ সেনানিবাসের নিকটবর্তী গোয়াইনঘাট উপজেলার নওগাঁও, সালুটিকর ও গোয়াইনঘাট এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসআইএন্ডটি কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে অফিসার জেসিও ও অন্যান্য পদবীর সদস্যদের সমন্বয়ে গঠিত দল এসব এলাকায় ঘুরে ঘুরে প্রকৃত অভাবগ্রস্তদের বাড়ি বাড়ি ত্রাণবিতরণ কার্যক্রম পরিচালনা করে।
Leave a Reply