নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযানে ৮ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য আটক হয়েছে।
মঙ্গলবার, ৫ নভেম্বর (২০ কার্তিক) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাধানগর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি), ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন, সিলেট ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো নূরুল হুদা।
অভিযানে ভারতীয় ২ হাজার ৯০৭টি শাড়ি, ১ হাজার ১৬২টি কাশ্মীরি শাল, ৪১৩টি থ্রি পিস, ১২ হাজার ৪৩৫ মিটার বিভিন্ন রকম থান কাপড়, ১ হাজার ১৬০ মিটার ব্লেজারের থান কাপড়, ১ হাজার ৫৫৬ মিটার মকমলের সোফার কভার, ৪৪ হাজার ৭২২টি নানা প্রকার ক্রিম, ১ হাজার ৬৬৯টি পন্ডস ফেস ওয়াশ, ৬১২টি জনসন বেবী লোশন, ২ লাখ ৬২ হাজার ৯৯০টি ব্রিকস চকলেট ও ১৩ হাজার ২৬০টি ই-ক্যাপ ট্যাবলেট এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়।
সবমিলিয়ে এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র তথ্য বিবরণী