সিলেটের সুপরিচিত করিম উল্লা পরিবারের জ্যেষ্ঠ সদস্য খ্যাতিমান ব্যবসায়ী আমান উল্লাহ সাজা মিয়াকে মহানগরীর মানিকপীর টিলা কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে শুক্রবার বাদ আছর ঐতিহাসিক শাহী ঈদগায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সাফওয়ান চৌধুরী ও সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ সহ সর্বস্তরের বিপুল মানুষ এতে অংশ নেন।
আমান উল্লাহ সাজা মিয়া ৮২ বছর বয়সে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটে পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেন।
Leave a Reply