নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় হাই টেক পার্কের আইটি বিজনেস সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় সিলেট-৪ আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসিন আহমদ ও আটাব চেয়ারম্যান সিলটিভির পরিচালক আব্দুল জব্বার জলিল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক জানান, সারা দেশে ২৮টি হাই টেক পার্ক গড়ে তোলা হচ্ছে। সিলেট হচ্ছে ১৬২ একর জমির উপর। এখানে ৫ থেকে ১০ বছরের মধ্যে ৫০ হাজার জনের কর্মসংস্থান হবে।
র্যাব
Leave a Reply