নিজস্ব প্রতিবেদক : সিলেটের নতুন পুলিশ সুপার ফরিদ উদ্দিন জেলার কোন থানায় যাতে সাধারণ মানুষ কোনরকম হয়রানি বা ভোগান্তির শিকার না হন সেজন্যে থানার ওসিদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, কেউ থানায় জিডি করতে গেলে কিংবা পুলিশ ভ্যারিফিকেশন সার্টিফিকেট আনতে গেলে আর হয়রানিতে পড়তে হবে না। থানার কোন কর্মকর্তা হয়রানি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।
তিনি নিশ্চিত করেন, সিলেটের সকল থানা অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয়স্থল হবে।
এসপি বলেন, পুলিশ প্রবাসীদের স্বার্থ রক্ষায় চেষ্টা করবে। প্রবাসীরা টেলিফোনে কিংবা সরাসরি তার যোগাযোগ করতে পারবেন। তিনি সকল অভিযোগ গুরুত্ব দিয়েই দেখবেন।
Leave a Reply