নিজস্ব প্রতিবদেক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, পুলিশ রবিবার রাতে ছাত্রদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে এবং বাসায় বাসায় তল্লাশি চালিয়েছে।
সোমবার দুপুরে মহানগরীর শাহী ঈদগা এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আরিফুল হক চৌধুরী পুলিশের কিছু কর্মকর্তার অতি উৎসাহী ভূমিকার তীব্র সমালোচনা করেন।
এদিকে সিলেটে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সিলেট জেলা ও মহানগর বিএনপির ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। শাহপরান থানায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক ফয়েজ আহমেদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
এদিকে পুলিশ আরিফুল হক চৌধুরীর অভিযোগ অস্বীকার করে বলেছে, রুটিন কাজের অংশ হিসেবে সুনির্দিষ্ট মামলার আসামিদেরই গ্রেফতার করা হয়েছে। কাউকে হয়রানি করা হচ্ছে না।
Leave a Reply