নিজস্ব প্রতিবেদক : ইদুল আজহায় পশু কোরবানি দেয়া হয়। আর এই কোরবানির পশু জবাই থেকে শুরু করে চামড়া আলাদা করা ও মাংশ কাটার জন্যে প্রয়োজন দা ও ছুরির। তাই ইদুল আজহা এলেই কামারপাড়ায় ব্যস্ততা অনেকগুণ বেড়ে যায়।
সিলেট মহানগরীর কালিঘাট, তোপখানা ও কাজিরবাজার এলাকার কামারদের এখন যেন দম ফেলার সুযোগ নেই। দারুণ ব্যস্ত সবাই। বলতে গেলে ২৪ ঘণ্টাই আগুনের প্রচণ্ড উত্তাপে লোহা-ইস্পাত গলিয়ে দা-ছুরি তৈরি করছেন।
তবে এবার বেচাকেনা কম। তাই কিছুটা হতাশ কামারেরা। তবু আশায় বুক বাঁধছেন, শেষপর্যন্ত হয়তোবা আশানুরূপ ক্রেতার দেখা মিলবে।
Leave a Reply