নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ৫০০ পিপিই দিয়েছে।
সোমবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানের কাছে পিপিইগুলো এফআইসিসিআই নেতৃবৃন্দ হস্তান্তর করেন। এসময় শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক এবং প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এফআইসিসিআই নেতৃবৃন্দ জানান, প্রবাসী বিনিয়োগকারীদের পক্ষ থেকে সারাদেশে মোট ১১ হাজার পিপিই দেওয়া হচ্ছে।
Leave a Reply