আশরাফ আহমেদ, এমসি কলেজ : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করা হবে।
বাংলাদেশের শতবর্ষী কলেজগুলোর মধ্যে দ্বিতীয় কলেজ হিসেবে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি নির্মিত হবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বার্তা এসেছে বলে জানিয়েছেন, অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। জাতীয় শোক দিবসে প্রতিকৃতিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে কলেজের নিজস্ব অর্থায়নে প্রতিকৃতিটি নির্মাণ করা হবে।
এমসি কলেজে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি স্থাপনের জন্য ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিল।
এ সম্পর্কে কলেজ ছাত্রলীগ নেতা হুসাইন আহমেদ বলেন, প্রতিকৃতিটি নির্মিত হলে কলেজ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হবে।
Leave a Reply