নিজস্ব প্রতিবেদক : সিলেটের নবাগত জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার বলেছেন, সিলেট এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলার গতিকে সকলে মিলে আরো বেগবান করতে হবে। এই লক্ষ্যে কাজ করে যাবো।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক তার কর্মকালে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনুর রহমান, তথ্য দফতরের উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি, সাংবাদিক আজিজ আহমদ সেলিম, আল আজাদ, ইকরামুল কবির, শাহ দিদার আলম নবেল, আফতাব চৌধুরী, শাহ মুজিবুর রহমান জকন, ফয়সল আহমদ বাবলু, ওয়েছ খছরু, ফারুক আহমদ, ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল প্রমুখ।
Leave a Reply