সিলেটবাসীর প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিতকরণ ও জেলার বিভিন্ন এলাকায় ঐতিহ্যের স্মারক সংরক্ষণের ব্যাপারে সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করবে।
এ লক্ষ্যে আগামী সোমবার বিকেল ৪টায় সিলেট মহানগরীর কাজী ইলিয়াস এলাকায় দৈনিক উত্তরপূর্ব মিলনায়তনে একটি পরামর্শ সভা আহবান করা হয়েছে।
পরামর্শ সভায় সিলেট জেলা হাসপাতাল নির্ধারিত জায়গায় নির্মাণ ও ঐতিহ্য হিসেবে আবুসিনা ছাত্রাবাসের স্মারক সংরক্ষণের বিষয়টি প্রাধান্য পাবে।
সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ ও সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম আমন্ত্রিত সকলকে যথাসময়ে পরামর্শ সভায় যোগ দিতে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply