ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফফর) সিলেট জেলা শাখা সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭টি দাবি জানিয়েছে।
দলের জেলা সভাপতি মো আব্দুল ওদুদ জানান, এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে।
বঙ্গবন্ধুকন্যা সিলেটের উন্নয়নে দ্রুত এসব দাবি বাস্তবায়নে দৃষ্টি দেবেন বলে প্রবীণ এই নেতা আশাবাদ প্রকাশ করেন।
ন্যাপ পেশকৃত দাবিগুলো হলো : সিলেট সদরে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ স্থাপন, আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল নির্মাণ, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সকল বিভাগকে রোগ-পরীক্ষার আধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ করা, পূর্ণাঙ্গ শিশুপার্ক গড়ে তোলা, চিড়িয়াখানা প্রতিষ্ঠা ও আরেকটি পাসপোর্ট অফিস চালু। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply