নিজস্ব প্রতিবেদক : সিলেটের উন্নয়নে সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যজোট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ২২টি পরিকল্পনা প্রকাশ করেছেন।
রবিবার দুপুরে মহানগরীর সাপ্লাই রোডে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ‘সিলেট-১ নির্বাচনী এলাকা নিয়ে আমার উন্নয়ন ভাবনা’ নামে তার এই পরিকল্পনা তুলে ধরেন।
একটি পরিকল্পিত এবং প্রকৃত উন্নত ডিজিটাল গ্রিন মেগাসিটি’ হিসেবে সিলেটকে বিশ্ব মানচিত্রে স্বতন্ত্র অধিষ্ঠিত করতেই তার এ ২২টি পরকল্পনা বলে তিনি উল্লেখ করেন।
এ পরিকল্পনায় রয়েছে, সবুজ, আধুনিক ও নিরাপদ পর্যটন ও আধ্যাত্মিক নগরী, সড়ক, নৌ, রেল ও আকাশ পথে যোগাযোগ আরও উন্নত ও আধুনিকায়ন, যানজট নিরসনে রিং রোড স্থাপন ও গণপরিবহণের ব্যবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কর্মসংস্থানের ব্যবস্থা, তথ্য প্রযুক্তি শিক্ষার বিকাশ, আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য, ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণ ও উৎকর্ষ সাধনে ‘সিলেট জাদুঘর’ প্রতিষ্ঠা, কৃষি ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর, পূর্ণাঙ্গ চিড়িয়াখানা নির্মাণ, অত্যাধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ, বিভিন্ন খাতে প্রবাসীদের বিনিয়োগে সহযোগিতার জন্য বিশেষ সেল গঠন, শিল্পায়ন, চা শ্রমিকদের মানোন্নয়ন, শ্মশানঘাট আধুনিকায়ন, নগরীর প্রাণকেন্দ্রে উন্মুক্ত পার্ক নির্মাণ, নদী খনন ও ভাঙ্গন রোধ, জুয়া ও অসামাজিকতা বন্ধ, মাদকের মোকাবেলায় কার্যকর পদক্ষেপ, ওসমানী বিমান বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, খেলার মাঠ নির্মাণ, বিকেএসপির আধুনিকায়ন এবং স্বতন্ত্র ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা।
Leave a Reply