নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নকাজ অব্যাহত থাকবে। এতে বাধ সাধলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। পরিবহণ শ্রমিক পরিচয়ে সন্ত্রসাী কর্মকাণ্ড চালিয়ে কেউ পার পেতে পারেনা। নগরবাসী উন্নয়নবিরোধী সকল অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করবেন।
বুধবার রাতে নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ এই অভিমত ব্যক্ত করেন।
মহানগরীর চৌহাট্টায় দুপুরে সিসিকের সড়ক উন্নয়ন কাজে বাধা দান এবং মেয়র, কাউন্সিলর, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্মাণ শ্রমিকদের উপর কিছুসংখ্যক মাইক্রোবাস-প্রাইভেটকার শ্রমিকের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভার শুরুতে এর আহ্বায়ক ও সভাপতি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পুরো ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিসিক কাউন্সিলর আজম খান, আজাদুর রহমান আজাদ, ফরহাদ চৌধুরী শামীম, মোহাম্মদ তৌফিক বকস, রেজওয়ান আহমদ, সৈয়দ তৌফিকুল হাদী, মো ছয়ফুল আমীন, আফতাব হোসেন খান, রকিবুল ইসলাম ঝলক ও কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, বিশিষ্ট রাজনীতিক লোকমান আহমদ, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মঈনুল হক চৌধুরী, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ ও উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জ্যেষ্ঠ সহ সভাপতি এম এ হান্নান, প্রাইভেট মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা নাসিম আহমদ, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, লেখক কলামিস্ট সালেহ আহমদ খসরু, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশকার আমীন রাব্বি, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস সুটন সিংহ, স্পোর্টস জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, এটিএন বাংলা ইউকের সাংবাদিক মো শফিকুল ইসলাম, সাংবাদিক মাঈদুল ইসলাম রাসেল, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি সিকান্দর আলী, জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর শাখার সভাপতি আব্দুল মালিক চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো ইউসুফ সেলু, বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা জাসদ নেতা সোলেমান আহমদ, জাসদ নেতা মহিউদ্দিন, বিএনপি নেতা সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হোলাম হাদী ছয়ফুল, সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ, জাসাস নেতা মঞ্জুর হোসেন, পুলক কবীর চৌধুরী, কাজী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি রাহেল আহমদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী সমিতির সদস্য ফয়জুল হাসান, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সদস্য তাহমিদুল হাসান জাবেদ প্রমুখ।
বক্তারা মাইক্রোবাস-প্রাইভেটকার শ্রমিকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সিলেটের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার এবং উন্নয়ন বিরোধী অপতৎপরতা প্রতিহত করার আহবান জানান।
Leave a Reply