নিজস্ব প্রতিবেদক : সিলেটের আরও ৩ উপজেলায় বন্যায় সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার ও মেরামতের জন্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ‘ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে দেওয়া অর্থ বিতরণ করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পরিবার প্রতি ১০ হাজার টাকা করে বিতরণ করেন।
ইমরান আহমদ বন্যার্তদেরকে খাদ্য সহায়তাও দেন।
এ সময় অন্যদের মধ্যে সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমানও উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বিকেলে সিলেট সার্কিট হাউজে বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের পুনর্বাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।
Leave a Reply