নিজস্ব প্রতিবেদক : অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের ন্যায় সিলেটেও ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
এই কর্মবিরতি পালনের এক পর্যায়ে দুপুরে ইন্টার্ন চিকিৎসকরা সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে মানববন্ধন করেন।
এ সময় ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা ক্ষেত্রে সকল চিকিৎসকের নিরাপত্তার দাবি জানান।
তারা অবিলম্বে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা মুশফিকুজ্জামান আকন্দ ও সাধারণ সম্পাদক যুবায়ের ইবনে খায়ের।
Leave a Reply