নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড এ কে আবদুল মোমেন সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে সিলেটবাসীর সেবা করতে চান। এজন্যে এই সংসদীয় আসনের মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।
সোমবার সকালে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক ‘নৌকা’ গ্রহণের পর সাংবাদিকদের কাছে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন।
অন্যদিকে সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, সিলেটবাসী প্রবলভাবে পরিবর্তন প্রত্যাশা করছেন।
একই দিন সকালে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ গ্রহণের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া করতে গিয়ে তিনি বলেন, ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হলেও এ আসনে বিএনপি বিজয়ী হবে।
Leave a Reply