পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
একই সঙ্গে তারা গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করার জন্য দলীয় নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ আরও বলেছেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র মাহে রমজান আমাদেরকে ত্যাগ, তিতীক্ষা, ধৈর্য্য, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।’
নেতৃবৃন্দ কামনা করেন, ‘পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা। প্রিয় জন্মভূমি থেকে দূর হোক, ফ্যাসিবাদ, দুঃশাসন। ফিরে আসুক গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা। নিঃশর্ত মুক্তি হোক গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে প্রিয় জন্মভূমিতে ফিরে আসুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বোপরি দেশের মালিকানা ফিরে পাক এদেশের সাধারণ মানুষ। ফিরে পাক হারানো গণতন্ত্র ও ভোটাধিকার।’
তারা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকেও ঈদের শুভেচ্ছা জানান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply