নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ নেতারা পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়িয়ে শত শত কোটি টাকা লুট করেছেন। এখন পাঁয়তারা করছেন সিলেটকে বিক্রি করে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের। দেশের একটি বৃহত্তর অঞ্চল যখন পানির নিচে তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে কোটি কোটি টাকা খরচ করে বিদেশী শিল্পীদের এনে অনুষ্ঠানের নামে পানিবন্দি মানুষদের সঙ্গে উপহাস করছে। জনগণ সময়মত এর দাঁতভাঙ্গা জবাব দেবে।
বুধবার দুপুরে মহানগরীর দরগামহল্লায় একটি অভিজাত হোটেলে আয়োজিতেএক সংবাদ সম্মেলন নেতৃবৃন্দ এ কথা বলেন।
তারা চোখের রঙিন চশমা খুলে সিলেটসহ দেশের বাস্তবচিত্র দেখতে সরকারের প্রতি আহবান জানান।
সিলেট অঞ্চলের সাম্প্রতিক বন্যার চিত্র তুলে ধরতে ও বিএনপির তৎপরতা নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, সিলেটে বন্যার শুরু থেকেই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে। এরপরও সরকারের সর্বোচ্চ ব্যক্তি এ নিয়ে উপহাস করছেন। সিলেটবাসীর খবর নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ সবাই। এ পর্যন্ত ১৩টি উপজেলায় ৩৬ হাজার ২০০ পরিবারকে শুকনো খাবার, ১ লাখ ৯৩ হাজার জনকে তৈরি খাবার ও বিশুদ্ধ পানি এবং ১১ হাজার ৩০০ পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়েছে। আগামীতে তা আরও বাড়বে।
কাইয়ুম চৌধুরী এবারের বন্যাকে মানবসৃষ্ট উল্লেখ করে এজন্য দায়ী করেন কিশোরগঞ্জের হাওরে নির্মিত সড়ককে। বলেন, ৮৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কারণে উত্তর-পূর্বাঞ্চলের মানুষকে হাবুডুবু খেতে হচ্ছে। ভুল সড়ক, বাঁধ ও অবকাঠামো নির্মাণের প্রতিক্রিয়ায় পানি নামতে পারছে না। তাই সহনশীল বন্যা দুঃসহ হয়ে উঠেছে।
বাঁধ নির্মাণে দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ২০১৭ সালে হাওরের বাঁধ ভাঙার জন্য অনিয়ম আর ঠিকাদারদের দুর্নীতির কথা উঠে এসেছিল। এবার এসব ব্যাপারে সরকার নিশ্চুপ। সিলেটের জলপ্রবাহের উপর কি কি অনাচার হচ্ছে সেই তালিকা করতে হবে। জেলা বিএনপি সভাপতি বলেন, বন্যায় ক্ষতির পরিমাণ সরকারিভাবে দেওয়া হিসাবের চেয়ে আরও ভয়াবহ। এপর্যন্ত ২৩ জনের প্রাণহানি হয়েছে।
তিনি জানতে চান, আর কত প্রাণহানি হলে আওয়ামী লীগের দৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ হবে।
তিনি অবিলম্বে দুর্গতদের দীর্ঘ মেয়াদী খাদ্য সহায়তা দেওয়ার ও পুনর্বাসনের এবং বন্যার কারণ অনুসন্ধান ও মুক্তির জন্য নদী খননসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কাইয়ুম চৌধুরী বলেন, ‘দেশের বাস্তব চিত্র দেখুন। জনগণ আপনাদের চায়না। তারা ভোট দিতে চায়। জিয়া পরিবার ও বিএনপির সমালোচনা বাদ দিয়ে বিদায় নেওয়ার প্রস্তুতি নিন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অন্যতম নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, কোহিনুর আহমদ, অ্যাডভোকেট মুজিবুর রহমান, রফিকুল ইসলাম শাহপরান, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ, যুবদল নেতা অ্যাডভোকেট সাঈদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন খান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরণ, মাহবুব আলম, হাজি পাবেল, হারুন আহমদ, রায়হান আহমদ, শামসুর রহমান সুজা, মাহমুদ আহমদ চৌধুরী প্রমুখ।
Leave a Reply