অবিলম্বে সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা সহ বিভিন্ন ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি মানববন্ধন করেছে।
সোমবার বিকেল মহানগরীর কোর্ট পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ সিলেট অঞ্চলকে স্থায়ীভাবে বন্যা মুক্ত রাখতে বরাক নদী বরাবর স্থায়ী বাঁধ নির্মাণ, সুরমা ও কুশিয়ারা সহ সকল শাখা-প্রশাখা নদী খনন, ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, বন্যার্তদের মাঝে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পুনর্বাসনের দাবি জানান।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, জ্যেষ্ঠ আইনজীবী শামীম হাসান চৌধুরী, অ্যাডভোকেট ড শহীদুল ইসলাম, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক ডা হাবিবুর রহমান, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুর রহমান খালেদ, জাদুশিল্পী বেলাল উদ্দিন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সিলেট জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল লতিফ সরকার, সিলেট বিভাগ জনকল্যাণ সমিতির আহবায়ক প্রিন্স বাহার আহমদ চৌধুরী, যুব সংগঠক আমীন তাহমীদ, সাবেক মেম্বার ইর্শাদ আলী, জাগো সিলেট আন্দোলনের সভাপতি আলাউদ্দিন আলো প্রমুখ
একই দাবিতে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার বিকেল ৩টায় টুকেরবাজারে মানববন্ধন করা হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply