সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম শাহী ঈদগা পরিচালনা কমিটির উদ্যোগে প্রবাসী সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সহ কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মো মোজাহিদ আলীর সম্মানে শুক্রবার, ১৭ মার্চ সংবর্ধনার আয়োজন করা হয়।
সিলাম শাহী ঈদগা পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো মোদাব্বির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার ও অধ্যাপক নূরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে দৃষ্টিনন্দন সিলাম শাহী ঈদগা পুনঃনির্মাণে আর্থিক অনুদান ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মো মোজাহিদ আলী অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলাম শাহী ঈদগা পরিচালনা কমিটির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুল, সজ্জাদ মিয়া, সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, শাহ আব্দুল মন্নান, আবুল কালাম, সাংবাদিক এম আহমদ আলী, শামছুল আলম, আব্দুর রহমান মেম্বার, সাহাব উদ্দিন মাস্টার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply