সিলেটের দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ইকরাম হোসেন বখতকে সংবর্ধনা জ্ঞাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাজরুল ইসলাম তাজুল। প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ডিরেক্টরর খন্দকার মামুন আলী আখতার। বিশেষ অতিথি ছিলেন নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার ও সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ লাল রায়। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক লুৎফুর রহমান। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, মুরব্বি আব্দুল মতিন, সমাজসেবী আবুল মনসুর, সাজ্জাদ মিয়া, মাসুক মিয়া, আনা মিয়া, মকরম আলী, মিছবাহ উদ্দিন, আবু সাঈদ জুবেরী, সাবেক মেম্বার শফিকুল হক প্রমুখ। পরিচালনায় ছিলেন জ্যেষ্ঠ শিক্ষক আক্তার হোসেন ও জেবুন্নেহার বেগম।
Leave a Reply