সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো বদরুল ইসলাম জাহাঙ্গীরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার উপজেলার সিলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় পবিত্র রমজান উপলক্ষে ও করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্যসামাগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামাগ্রী বিতরণকালে ছিলেন, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সদস্য জাহিদ হাসান, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরি ছাদ, আওয়ামী লীগ নেতা আহমদ আলী, ফটিক মিয়া ও মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ উজ্জামান।
Leave a Reply